Take a fresh look at your lifestyle.

মায়া হরিণ-২

612

 

শুন শান রাত বিরামহীন ভাবে ছুটে চলেছে ট্রেন। আমার পাশে ডাক্তার মায়া।

মায়া বলল, আপনি কি রাইটার?

আমি মুচকি হেসে নেতিবাচক উত্তর দিলাম।
তবে বেশিক্ষণ নিজেকে লুকিয়ে রাখতে পালাম না, রত্নার ফোন আর ঐ পনেরো মিনিট ফেইসবুক দেখায় ধরা পড়ে গেলাম।
মায়া সাহিত্য প্রেমী, সময় সচেতন।

আলাপের ফাঁকে বেরিয়ে এলো মায়ার প্রিয় লেখক রবী ঠাকুর।
আলোচনা হলো বিশ্ব কবির বিভিন্ন রচনা নিয়ে -কবিতা, গান, গল্প ও উপন্যাস নিয়ে।

মায়া অল্প সময়ে আমার ভালো বন্ধু হয়ে গেল।
গাজীপুরের এক সম্ভ্রান্ত ধনী পরিবারের মেয়ে মায়া৷
এবার মায়ার ইন্টারনাল বিষয় জানার সুযোগ এলো।

মায়ার কাজিন কাজল, দু জন এক সাথে প্রাথমিক, মাধ্যমিকও উচ্চমাধ্যমিক শিক্ষা শেষ করেছে।
কাজল মধ্যবৃত্ত পরিবারের কিন্তু দারুণ মেধাবী।
কাজল – মায়ার ঘনিষ্ঠ সম্পর্ক নতুন পৃথিবী সৃষ্টি করেছিল। ছোটবেলা থেকে মায়ার কোন প্রয়োজন মেটাতে কাজল অগ্রজ ছিল।
গান, গল্প আর কবিতায় মাতিয়ে রাখত মায়াকে।
উচ্চ মাধ্যমিক শেষ করে মায়া মেডিকেল কলেজে ভর্তি হয়েছে কিন্তু নিয়তি কাজলের সাথে বিশ্বাসঘাতকতা করল।
কাজল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স শেষ করল এবার ।

এবার বিসিএস দেবার প্রস্তুতি নিচ্ছে কাজল।
মায়া বিষণ্ণ ভগ্নহৃদয়ে জীবনের কথাগুলো আমাকে বলছিল।

মায়া বাড়িতে আসছে পরিবারে ডিমান্ড পুরণ করার জন্য।
পাঁচ দিন পরে এক ডাক্তারের সাথে মায়ার বিয়ে ঠিক হয়েছে।
মায়ার সাহিত্য অনুরাগ, শৈশব স্মৃতি, দুটি মনের আত্নীক মিল অদৃশ্য স্রোতে যেন ভেসে যাচ্ছে।

রাতের এ গহিন অন্ধকারের মতো হারিয়ে যাচ্ছে ইচ্ছে কিরণ।
তখন রাত প্রায় দুইটা।

… ….. ( চলবে)

  • আব্দুল মতিন-সম্পাদক,চেতনা বিডি ডট কম

Leave A Reply

Your email address will not be published.