২৭/১২/২০১৭(‘ ভালোবাসার ইন্দ্র জালে’ হতে,২০১৭ সাল আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল)।
হে -২০১৭,শুরুতে মনে হয়েছিলো
আমি এক নবযৌবনা উদ্দীপনাময়ী যুবতী,
তুমি মেঘ দূত হয়ে ডঙ্কা বাজিয়ে আমার প্রাণে
বলেছিলে -এসো নারী,জাগো হয়ে অমরাবতী ।
বলেছিলে ফুলবনে ফুটেছে রকমারি ফুল পাখিদের কিচিরমিচির ধ্বনিতে প্রভঞ্জন মুহ্যমান ,
ভোরের কাঁচা রোদে ঝলমল নীলাকাশ এসো প্রিয়া,সব ছেড়ে -ভাঙ্গো তোমার অভিমান ।
বলেছিলে, বেদনার স্মৃতি গুলো তমসার চাদরে ঢেকে
জেগে ওঠো ,সপ্তদশী পূর্ণিমার চাঁদের মতো, রেখে যাও কিছু তোমার উত্তরসূরীদের জন্যে
পূর্ণ করো আজন্ম শৈশবের লালিত স্বপ্ন শতো শতো।
হে আমার প্রিয় আলোর দিশারী-২০১৭
তোমার প্রেরণায় আমি হয়েছি উদ্ভাসিত, সন্ধান পেয়েছি এক আলোকোজ্জ্বল পৃথিবীর
যেখানে নেই কোনো বন্ধন,আছে সবুজের মাঠ অবারিত ।
আছে রবি ঠাকুর ,নজরুল, জীবনানন্দ, জসীমউদ্দীন;
তাঁদের সুপ্ত ছায়ায় আমি ভিখারিনী,
কালের স্রোতে তুমি হারাবে সংগোপনে
আর আমি হয়ে থাকবো তোমার কাছে চিরঋণী ।
বিদায় -২০১৭;আমার শেষ প্রণাম নিও
ভুলো না আমায়,আশীর্বাদ করো সর্বান্তকরণে ,
হয় যেন গো এই দুঃখিনীর ঠাঁই
ধুলোবালি মাখা স্বদেশের চরণে।
কাজী আনারকলি- কবি ও সাহিত্যিক