১৭ মার্চ ২০২১ বুুুধবার
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইমাদপুর তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ মজনু মিয়ার বিদায় সংবর্ধনা দেওয়া হয়। দীর্ঘ ২৯ বছরের শিক্ষকতা জীবন শেষ করে সম্প্রতি অবসর নিয়েছেন তিনি। বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র ছাত্রী ও সহকারী শিক্ষক এই সংবর্ধনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের সভাপতি শামছুল হক দেওয়ান।অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক হারুনুর রশীদ। আহ্বায়ক উক্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম দেওয়ান।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম।উপজেলা সহকারি শিক্ষা অফিসার ইয়াকুবুল আজাদ।
সভায় বক্তব্য দেন উপজেলার ইমাদপুর চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জয়নাল আবেদীন। বেরা মুকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহ আলম।ইমাদপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সাদন।আদার হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আঃ মজিদ স্যার। নাওকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশীদ স্যার।
রিপোর্ট= বেলাল বকুল- কবিও সাহিত্যিক।