কবিতা : এমন শক্তি চাই প্রভু
বিধাতা আমায় এমন শক্তি দাও
যেন বইতে পারি সব ভার,
প্রয়োজনে যেন হনুমানের মতো
মাথায় নিতে পারি পাহাড়।
আমায় তুমি এমন শক্তি দাও
যেন কারো আঘাত সইতে পারি,
হতাশার অনলে না পুড়ে যেন
অন্যায়ের বিরুদ্ধে সদা লড়ি ।
কখনো যেন নিজেকে একা ভেবে
অসহায়ত্ব বোধ না করি,
আমাকে নিয়ে কেউ পুতুল খেললে
যেন উচিৎ শিক্ষা দিতে পারি।
আমায় তুমি এমন শক্তি দাও
যেন লাঞ্ছিতদের সেবায় লাগি,
যারা বাস্তবিকই অবুঝ সরল
তাদের সমবেদনার হই ভাগী।
বিধাতা তুমি সর্ববেত্তা অন্তর্যামী
মানুষের মনে বসবাস,
আমার হৃদয়ে বাস করে তুমি
আমিত্বটাকে করো নাশ ।
তোমার কাছে আমি কৃপা মাগি প্রভু
তুমি সদা উদ্যত রাখো মোর শির,
কারো প্রলোভনে টলিনা যেন কভু
সদা সুস্থ বুদ্ধিতে থাকি সুস্থির ।
অন্যায় অবিচারের বিরুদ্ধে যেন
সোচ্চার থাকে সদা মন,
কারো মনে যেন ভুলেও আমি
ব্যথার আঁচর কাঁটিনা কখন।
নির্মল করে দাও অন্তর আমার
প্রেমের আবেগে দাও চিত্ত ভরিয়ে,
সত্য, ন্যায় ও নিষ্ঠার পথে যেন
জীবনের বাকীটা সময় যায় পেরিয়ে।
সঞ্জয় কুমার পাল- কবি লেখক সাহিত্যক