প্রেমের লুকোচুরিতে মন দেওয়া নেওয়া ভালোবাসা,তোমার ঠোঁটের লিপিতে আমার নাম কুণ্ঠিত হওয়া অভিমান বেণুর পরিসমাপ্তি |
তোমার চোখের কাজল আমার সর্বনাশের নেশা,
ওই চোখেতে আমি দেখেছি মোদের স্বপ্ন নীড়ের ঠিকানা, ওই চোখের পানি আমার হৃদয়ে হাজার টুকরো করা বেদনার অনুভূতি, ওই চোখেতেই আমার বর্তমান, ভবিষৎ -ওই চোখেতেই আমার মৃত্যুবরণ |
তোমার ওই লম্বা কেশর আমার রাত্রি বালিশ,
নিদ্রা স্বপ্নে তোমার কেশর আমার প্রাণ শক্তি |
তোমার নাকের নিঃশ্বাসে আমার প্রেমের অক্সিজেন, তোমার নিঃশ্বাসে আমার স্বপ্নের পরিপূর্ণতা|
তোমার হৃদয়ের গহ্বরে অজানা তথ্যের ওষ্ঠাগতের চাপে আমার স্মৃতির ছোঁয়া ঠাই পাবেনা তোমার বক্ষে, আমি তোমার হবনা বলেই তোমার ওই বক্ষ ঘরে বাস করে অন্য কেহ,তাই আমার হৃদে থাক আমার প্রাণ ভ্রমরী, আমার ভালোবাসা |
রাজদীপমজুমদার-কবি লেখক এবং সংগঠক