নারী জাতি অবলা কথাটা
চলে আসছে প্রাচীন যুগ থেকে
আসলেই কি নারি জাতি অবলা?
তাহলে এঁদের উপরে এত দায়িত্ব কেন?
নারীকে হতে হবে ভাল মে,
হতে হবে ভাল স্ত্রী,ভলো বৌমা, ভালো মা
সবার শেষে হতে হবে ভালো শাশুড়ী।
সংসারে কোন অমঙ্গল হলে তার দায় ভার
এসে পড়বে নারীর উপর কেনো এতো অবিচার?
সরকার নারীকে সমান অধিকার দিয়েছে
আসলে নারী কি তা পায়?
সংসারের সব কাজ সামলিয়ে সবার মোন যোগীয়ে
চলতে হয় আজ ও এই নারীকে।
তাও নারীর আবার কত নাম
হস্তীনি,পদমুনি,মায়াবিনী,অলক্ষী আরো কত কি
আসলে পূরুষরা কি একবারও ভাবেনা যে
নারী সৃষ্টি না হলে পৃথীবিই সৃষ্টি হতনা।
আল্লাহ পৃথিবী সৃষ্টি করবে বলেই
নারিকে সৃষ্টি করেছেন ।
নারী জাতি যদি অবলা হত
তাহলে এতো বড় পৃথিবীর ভার
তার উপর চাপিয়ে দিতনা
তবু কেন নারী জাতি এত অবহেলিত ।
নারীর নেই কোনো নিজের বাড়ী
বিয়ের আগে বাপের বাড়ি
বিয়ের পরে স্বামীর বাড়ী
তা নাহলে ছেলের অথবা জামায়ের বাড়ী।
হে নারী তুমি আসলে কে
কি তোমার পরিচয়?
শাহিদা খানম- কবি ও সাহিত্য বিশ্লেষক।