Take a fresh look at your lifestyle.

বিজয়ী শুভেচ্ছা

1,305

 

আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস।
আজকে ৪৯ বছর পূর্ণ হ’য়ে ৫০ বছরে পদার্পণ করলেন
আমাদের গৌরবোজ্জ্বল স্বাধীনতা।

স্বাধীনতার মহা নায়ক,সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্ভীক
দরাজ কন্ঠে উচ্চারিত একটি দুর্দমনীয় সুমধুর মন্ত্র ধ্বনি;

ধর্ম-বর্ণ গোত্র-গোষ্ঠী এবং ভুখা নাঙ্গা-কমজোর হতাশা-
দুরাশা দুর্বল চিন্তা-চেতনার অর্ধচেতন মানুষগুলোকে
জাগ্রত করে ছিল!

উজ্জীবিত ক’রে তুলেছিলেন সর্বস্তরের সারে সাত কোটি
বাঙালীকে!

সেদিন যার যা-কিছু ছিল তা-ই নিয়ে ঝাঁপিয়ে পরেছিলেন
মা মাটি দেশ রক্ষায় শত্রু মোকাবেলায়।

পাশাপাশি তৈরী করেছিলেন বিশ্ব জনমত;
যার বদৌলতে অনেক সহজ হয়েছিল স্বাধীনতা অর্জন বা
আজকের বিজয় দিবস।

নতুবা সিকিম-ফিলিস্তিন-আফগানিস্তান কিংবা কাশ্মীরের
মতো করুণ দুর্ভাগ্য আমাদেরও বরণ করবার সম্ভাবনাকে
কোন ভাবেই উড়িয়ে দেয়া যায় না।

আর সেই মুক্তির মূল মন্ত্রের শক্তিশালী অমিয় বাণীটি হলো
“জয় বাংলা” যা আজও প্রতিধ্বনিত হলে শরীরের মধ্যে
শিহরণ জেগে ওঠে।

আমি
বাঙালী,গর্বিত বাঙালী;আমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে
জন্মগ্রহণ করা একজন পরিপূর্ণ বাঙালী।

পৃথিবীর সকল মানুষকে জানাই,
বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা ও হৃদয়ের অন্তঃস্থল থেকে
অফুরন্ত ভালোবাসা

 

সালামুজ্জামান

কবি ও সাহিত্যিক 

ঢাকা বাংলাদেশ 

Leave A Reply

Your email address will not be published.