Take a fresh look at your lifestyle.

মোড়ক উন্মোচন / চৌকো ফুলের ঘ্রাণ

426

 

গতকাল –

রাবিতে কবি মাহফুজুর রহমান আখন্দ’র ‘চৌকো ফুলের ঘ্রাণ’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচিত

৭ ফেব্রুয়ারি ২০২২, রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংগঠন শব্দকলার আয়োজনে কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ’র ‘চৌকো ফুলের ঘ্রাণ’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচিত হয়। সোমবার সকাল দশটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনের ২২৩ নাম্বার কক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইউসুফ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন প্রফেসর ড. মো. ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাবি আইন অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবদুল হান্নান, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ কামাল উদ্দিন প্রধান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. শামসুজ্জোহা এছামী। চৌকো ফুলের ঘ্রাণ কাব্যগ্রন্থের মৌলিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন নতুন এক মাত্রার নির্বাহী সম্পাদক কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন, অনির্বাণ পত্রিকার উপদেষ্টা সম্পাদক কবি এরফান আলী এনাফ, শড়কি পত্রিকার সম্পাদক কবি সাবের রাহী, কবি ও গবেষক ড. মুর্শিদা খানম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, কবি মাহফুজুর রহমান আখন্দ একজন মৌলিক এবং রোমান্টিক কবি। সুদূরের প্রতি ভালোবাসা তাঁর কবিতার বিশেষ বৈশিষ্ট্য। সমকালীন জৈবিক বিষয়বস্তুকে নান্দনিকতার সাথে উপস্থাপনে তাঁর পারঙ্গমতা উল্লেখ করার মতো। বিশ্বায়ন এবং ন্যানো টেকনোলজির যুগে মানুষ কম সময়ে কাজ উদ্ধার করতে চায়। চৌকো ফুলের ঘ্রাণ কাব্যগ্রন্থের প্রতিটি কবিতা চার লাইনের। প্রতিটি কবিতার বিষয়বস্তু আলাদা হলেও সবগুলো কবিতাই জীবনঘনিষ্ঠ। ছন্দ, মাত্রা, অন্ত্যমিল এবং উপস্থাপন ভঙ্গিতে নতুনত্ব ফুটে উঠেছে। বাংলা কবিতার ক্ষেত্রে গ্রন্থটি নতুন মাত্রা সংযুক্ত করতে পারবে বলে বক্তাগণ আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে চৌকো ফুলের ঘ্রাণ কবিতা গ্রন্থ থেকে কবিতা পাঠ করেন কথন সাহিত্য পত্রিকার নির্বাহী সম্পাদক কবি ইমরান আজিম, কবি সালেকুর রহমান সম্রাট, অর্কেস্ট্রা সম্পাদক কবি লিটন হালিম, নাট্যকার জায়িদ হাসান জোহা, বাচিক শিল্পী হাফিজুর রহমান বাবু, নির্ঝর পত্রিকার সহযোগী সম্পাদক কবি সাইফ সুজন, কবি নাজমুন নাহার জেমি, কবি তানিম আলআমিন প্রমুখ।

সংবাদ সংগ্রহঃ

আব্দুল মতিন – সম্পাদক,  চেতনা বিডি ডটকম। 

Leave A Reply

Your email address will not be published.