বইয়ের নামঃ ওঙ্কার
লেখকঃ আহমদ ছফা
বুকগ্রাফিঃ Dola Islam
প্রচ্ছদঃসব্যসাচী হাজরা
মূল্যঃ ১৫০ টাকা
পৃষ্ঠাঃ ৩৮
উনসত্তরের স্মৃতিবিজড়িত একটি অসাধারণ উপন্যাস আহমদ ছফার ওঙ্কার। মানব সভ্যতার মনের ভাব প্রকাশের অনন্য অনুভূতি প্রকাশ পেয়েছে এ উপন্যাসে।
ধনী পরিবারের বোবা মেয়ে বিয়ের পরে পাশের বাড়িতে সুরেলা কণ্ঠের গান শোনার অনুভূতি তাকে আত্মতৃপ্তি দিলেও মত প্রকাশের ক্ষেত্রে নির্বাক।
ইতিমধ্যে ভাষার জন্য জীবন দিল আসাদ নামে একজন।
রাজপথে মিছিলে মিছিলে মুখরিত জনতা।
প্রবল বলার ইচ্ছে থাকা সত্ত্বেও কে যেন জাপটে ধরেছে তার কণ্ঠ।
স্বাধীন ভাবে কথা বলা যে কত তৃপ্তির তা কখনো উপলব্ধি করেনি এ মেয়েটি।
বুক ফেটে বেরিয়ে আসতে চাই জমানো কোটি কোটি শব্দ।
হাজারো চেষ্টা বারবার ব্যর্থ হয় তার।
এমন কিছু ঘটনার উন্মেষ ঘটেছে ওঙ্কার উপন্যাসটিতে।
অত্যন্ত স্পর্শকাতর এ বোবা মেয়ের জীবন চিত্র।মানব জীবনের বিবর্ণ অনুভূতিগুলি প্রকাশ পেয়েছে উপন্যাসে। একসময় তার মুখ থেকে বেড়িয়ে আসে “বাঙলা” শব্দটি।
আহমদ ছফা সুনিপুনভাবে উপন্যাসে গড়ে তুলেছে ভাষা প্রকাশের চিন্তার পাহাড়।
শব্দচয়নের বাক্য গঠনে অমায়িক শিল্প ভাষাপ্রেম জড়িয়ে আছে এই ছোট্ট বইটিতে।
আব্দুল মতিন – সম্পাদক , চেতনা বিডি ডটকম।