ঘৃণার স্ফুলিঙ্গ
নির্ভার ধনুকের ছিলার মতো,
নিজের শরীরের চামড়া তুলে
তাঁর ভিতর তোমাকে আমি
ছায়াবাঁধাই করে রেখেছিলাম হরহামেশা-
অথচঃ তুমি আমাকে সূর্যের মত করে রাখলে কেনো বৈশাখী?
তোমার উষ্ণ শয্যার গুপ্তচরে
নিজেকে আর কত লুকিয়ে রাখতে পারি- তুমি…