অপেক্ষার অবসান হয়ে
মধু পূর্ণিমা যামিনী শেষে
একটি মেঘবিহীন আকাশে
মিষ্টি আলোয় রবীরোদয়ে
শুরু হোক তোমার জীবনে
একটি নতুন সকাল।
আমি কাটিয়ে নিয়েছি
অমাবশ্যায় ঢাকা কত রজনী
আর মেঘমালার আবরণে
লুকিয়ে থাকা শত সহস্র
সকাল, দুপুর, দুপুর গড়িয়ে বিকাল
এমনকি পুরোটি অষ্টপ্রহর।
তুমি শত প্রত্যাশা বুকে নিয়ে
কাটিয়েছো পূর্ণ শশীর রজনী
তবুওতো তুমি সারা নিশুতি
সঙ্গী হিসেবে পেয়েছিলে
সদ্য পূর্ণ যৌবনা সুধাকর যে
তোমায় দিয়েছে অতি মধুময় ক্ষন।
আর আমি কাটিয়েছি
চন্দ্রিমাহীন পাষান বিভাবরী,
তপনবিহীন জলদরে ঢাকা
অনন্ত অহোরাত্র করেছি পার
আর রচিয়েছি জীবনব্যাপী অগণিত
অজানা কষ্টের কাব্য়ের পাহাড়।
রওশন চৌধুরী – কবি, সাহিত্যিক ও এডমিন চেতনায়সাহিত্য