Take a fresh look at your lifestyle.

অটোপাশে জীবন্ত লাশ

968

 

স্কুল কলেজ সব রয়েছে বন্ধ
ছেলেমেয়েদের কি যে আনন্দ
ঘুরে বেড়ায় শুধু সারাটাদিন
নিজেকে খেলাধুলায় করে বিলীন।

অনলাইনে ক্লাস করার নাম করে
কম্পিউটার আর মোবাইলে গেম খেলে
পড়ালেখা যা জানতো সব গেছে ভুলে
বইখাতা কলম রেখেছে ছিকায় তুলে।

অফিস আদালত চলছে যথারীতি
শিক্ষাপ্রতিষ্ঠানে যতো করোনার প্রীতি
চলসে হিড়িক সব শ্রেণিতে অটোপাশের
পাশের নামে দাফন হচ্ছে জীবন্ত লাশের।

পৃথিবীর অনেক দেশেই আছে স্কুল কলেজ খোলা
স্কুল কলেজ খুলতে আমাদের কেন এতো জ্বালা
থমকে গেছে সকল শিক্ষাথীদের মননশীল বিকাশ
শিক্ষার কি ক্ষতি হয়েছে করি সে হিসাব নিকাশ।

কলকারখানায় উৎপাদন চলছে অব্যাহত
শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কেন হচ্ছে ব্যহত
মেধা বিকাশের সব পথ করে দিয়ে বন্ধ
নতুন প্রজন্মকে কি করতে চাই অন্ধ।

এ্যারাবিক মাদ্রাসাগুলো দিয়েছে খুলে
করোনার আক্রন্তের কথা গিয়েছে ভুলে
শারীরিকভাবে ভালো ও সুস্থ আছে তারা
করোনায় তাদের কেউ যায়নি মারা।

ধরনা দেই একাগ্রচিত্তে মহান রবের কাছে
করোনার ভয় ডর সব করে দিয়ে মিছে
শিক্ষাপ্রতিষ্ঠানের সব খুলে দেই বন্ধ তালা
কেটে যাক জীবনের সকল মুসিবত-বালা।

 

আতিকুর রহমান- কবি ও এডমিন চেতনায় সাহিত্য   ।

Leave A Reply

Your email address will not be published.