আমি নতুনত্বকে ছুঁইয়ে দিতে চাই
অদম্য কে সহসা জয় করে দেখাতে
চাই
হ্যা আমি চাই!!
আমি দূর্গম পথ পাড়ি দিতে চাই
সহসাই তাকে জয় করে দেখাতে
চাই
হ্যা,হ্যা আমিই চাই!!
আমি পর্বতে শৃঙ্গ নিশান পুতে
দিতে চাই জয়ের হাতে
আমি সহসা জয় করে দেখাতে চাই
হ্যা,হ্যা আমি চাই!!
আমি ঝর্ণা হয়ে অজস্র পথে
বয়ে যেতে চাই
নদী হয়ে সাগরে মিশে যেতে চাই
হ্যা,হ্যা আমিই চাই!!
বিজন বন ঘুরে দেখতে চাই
অজানা রহস্য ছেদ করতে চাই
সবুজে পাতার রহস্য থেকে শুরু করে
জানতে চাই ধূলো কণা পরমাণু
অনুতে
হ্যা,হ্যা আমি চাই!!
আমি চাই আকাশ পথে
নভোচার গবেষণা বিজ্ঞান
সহসাই তাকে জয় করে দেখাতে চাই
হ্যা,হ্যা আমিই চাই!!
আমি চাই বৃষ্টি হতে মেঘেদের আল্পনা
রামধনু মেলাতে চাই
সহসাই তাকে জয় করে দেখাতে চাই
হ্যা,হ্যা আমি চাই!!
এই নতুনত্ব কে জয় করার
অভ্যাস আমার
অজানাকে জানার ইচ্ছা
সহসা নয় সবকিছু!
কিন্তু সহসা করে নেবো সবটা।
হ্যা আমি পারবো, আমি
পারবোই!!
সাদরিন শিফা- কবি ও মডারেটর, চেতনায় সাহিত্য।