জ্বলছে আগুন পুড়ছে ঘর
ছাই হয়েছে হৃদয়।
দাউদাউ করে ধরছে আগুন
কোথায় আছে সদয়?
তখনও তাকিয়ে আছে আগ্নেয়গিরি!
বিষণ্ণতার মুখপানে।
দৌঁড়ে এসে যদি ধরে হাতখানি
প্রাণে বাঁচবে সবশেষে।
এইতো জীবন অনলের মুখে
তবুও বলি আছি মহা সুখে।।
ইসরাত জাহান কলি- কবি, সুনামগঞ্জ।