একটা নির্ভরতার ছায়া!
সেকি আটকে আছে বিশ্ব সাহিত্যের
ঐ বুক সেলফ গুলোতে?
নাকি কোন কবিতার আড্ডায়।
তোমার নিখুঁত হাতের পান্ডুলিপিতে,
কোন অনুপম খোদাই করা ভাস্কর্যে?
যেখানে আমার ভিতর আমি,
বহু সাধনার নিরেট ভালোবাসায় তৈরী!
ইতঃস্তত তাকিয়ে থাকা সেই ভাস্কর্যে।
তোমার উপন্যাসের পাতায় পাতায়
কখনো দেখো নির্জীব কখনো দেখো বিস্ময় !
বুক চিরে বেরিয়ে আসা অনাবিল ঝর্ণা।
কখনো কি উত্তপ্ত জলধারা বয়ে আনো?
কি অপূর্ব তোমার এসব কারুকার্য !
বুকের পাঁজর ছিঁড়ে আনে কিছু দীর্ঘশ্বাস।
অবহেলিত নিষ্পেষিত সে অন্যায়।
তবুও বেধেঁছি কোন এক অনন্ত মায়ায়?
হয়তো কাঙ্খিত সে স্রোতধারা একদিন
অনন্ত সুন্দরের মাঝেই মিশে রবে অহর্নিশি।
আশির্বাদের পূণ্যময় আলোকবর্তিকা
ছুঁয়ে যাবে আমাদের সে ভালোবাসা।
সৃষ্টি হবে অসীমের মাঝে এক চিলতে সুখ
প্রগাঢ় নির্ভরতায় আবিষ্কৃত হবে এক ধূমকেতুর।
শ্রদ্ধায় নতজানু হবে দুটি হৃদয়
মোহনীয় সর্পিল বাঁকে কোন নতুন উপাখ্যানে।
পারভীন আকতার পারু – সহ সম্পাদক চেতনা বিডি ডটকম।