পুরোপুরি একাকী চলছি পথটি
নিভৃতে , আনমনে,
তোমার অবয়ব বুকে লুকিয়ে
অদেখা তোমার অনুভূতির স্পর্শে,
উচ্ছাসিত আমি সঙ্গোপনে।
অসীম ভালোবাসায় হারাতে গিয়ে
কখনও নুড়িতে হোঁচট খাই ,
সেই তুমি আঁকড়ে ধরে
সারিয়ে দাও ব্যথাসব অনুভূতি দিয়ে।
আবারও নতুন উদ্যমে চলি
নতুন কিছু পাবার আশায়,
নিঃসঙ্কোচে , নির্ভয়ে
জানি তুমি সাথেই রয়েছো অনুভব হয়ে।
বন্ধুরতা দূর করে , অগোচরে সমতলে রূপান্তর
সে এক ব্যতিক্রমী তোমার স্পর্শে নিরন্তর।
তুমি তো শুধু আমার একান্ত তুমিই
হও অনুভূতি ,হতে পারো বাস্তব,
তবুও খুঁজে পাই একই রকম উপলব্ধির সংমিশ্রণ
আর তোমার আমার একচ্ছত্র ভালোবাসার দিনযাপন।
তানিয়া নিগার- কবিও এডমিন চেতনায় সাহিত্য।