অনুভূতি
আব্দুল মতিন
ঐ মেঠোপথ যদি হয়
নিরিবিলি ছায়া ঘেরা।
ঐ রাজপথ যদি হয়
চির নিবিড় মায়া ভরা।
তবে যদি রাখি ঐ হাত
তোমার হাতে।
সব ছেড়ে ছুটে চলি
কেবল তোমার সাথে।
নরম ধানের কচি ডগা
তোমার ছোঁয়া পেয়ে।
ভুলে যাব দুঃখ যতো
সুখের গান গেয়ে।।
Recover your password.
A password will be e-mailed to you.
Recover your password.
A password will be e-mailed to you.