অন্বেষণ
রূপবিলাস মণ্ডল
24.11.2021
তুমি চুপচাপ বয়ে যাও
সময়ের সমুদ্রে পাড়ি দাও ভীষণ একাকী,
তুমি নির্ভেজাল বোধ নিয়ে থাক
অসম সাহসী।
যেহেতু পাপের কোন কাহিনীর সাথে
তুমি পরিচিতা নও
মানুষের কাছে তুমি পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি, শিল্পীর সচেতন তুলির পরশ পেতে পেতে
একদিন তুমি হবে শিল্পের অন্যতম রীতি।
তোমার অনুকৃতি ইতিহাসে নয়
তোমার অনুকৃতি মুগ্ধতা ছড়ায় চেতনার আবর্তনে।
আমি তোমার ভেতর থেকে কিছু চুরি করে
পরে তোমায় জানাব,
দেখি, সাজা দিতে আরো কিছু দান করো কি না। তোমার ইচ্ছায় আমি বসাতে পারি না কোন ছুরি
শুধু একাকীত্বে ভাগ নেওয়া যায়
একান্ত তোমার অন্বেষণে।
রূপবিলাস মন্তল- কবি ও সাহিত্যিক