আমাকে একটা তোমার অবহেলার কবিতা শোনাবে ?
একটা পাহাড় সমান নিদারুণ অবহেলার কবিতা !!
যে অবহেলার পাহাড় বুকে জমলে,
তোমার অবহেলায় পাগল প্রেমিকের শ্বাসরুদ্ধকর মৃত্যু হয় !!
ঠিক সেই রকম একটা অবহেলার কবিতা !!
আজ যে, বড়ই শুনতে ইচ্ছে করছে তোমার মিষ্টি কণ্ঠে তোমার ই অসাধারণ অবহেলার একটি কবিতা !!
যদি তোমার অবহেলার অবহেলায়,
আমার বুকের পাঁজরে জমে যাওয়া, পাথুরে অবহেলার একটু উন্নতি হয় !!
শোনাও না !! শোনাবে না ?? শোনাতে চাও না বুঝি ??
তবে থাক !!
নাই’বা শোনালে !! তোমাকে ভালোবাসার অপরাধে প্রতিনিয়ত আমাকে ছুঁড়ে দেওয়া অনবদ্য অবহেলার কবিতা !!
আমার এই সামান্য অপূর্ণতা, অপূর্ণ ই রয়ে যাক !!
তোমার অবহেলার আদলে পরিপূর্ণ আমি !!
হাজারও অপূর্ণতা আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে আমার চারিপাশ !!
না’হয় আর একটি না পাওয়া, তোমার ই অনন্য অবহেলা আমাকে কুরে কুরে খাক !!
ক্ষণজন্মা এই ধরাতলে পূর্ণতা, হয়তো সম্পূর্ণ অপূর্ণ রয়ে গেল !!
তাতে কি ??
তোমার চোখের তারা থেকে নিসৃত অবহেলায়,
সম্পূর্ণ পূর্ণ তো হলাম !!
এটাই কম কি পেলাম বলো ??
নীল – কবি।