নারীর বয়ে চলা নদীর মত,
সংহত,সুসংহত;
দীপালিকায় আলো জ্বেলে জ্বলে যায় —
পাহাড়ের মত ছায়া দিয়ে বিশ্বাসে দাঁড়ায় অক্ষত,
পাশে থাকে,নম্র বিশ্বাসে,আশ্বাসে,
দহন চিতার মত ধুম্রজালে
ধোঁয়া হয়ে উঠে যায় নিঃশ্বাস,
তবুও নিঃশ্বাসের পেছনে ছুটে চলে নিঃশ্বাস,
বিরামহীন,অবিরত,নীরবে….
ঢেকে রাখা মুখ ,খুলে দেখো নি তো তাকে,
হেলায়,ধূলায় অবহেলায় নীরবে অযতনে তার সময় কতটা কাটে–!
পিচ্ছিল, অপিচ্ছিল যত সংকটে;
কত বার কত ভাবে ঘুরে দাঁড়িয়েছে,
নোনা জলে ফেটে ফেটে টুকরো হয়েছে,
বিত্ত বৈভব ছুঁড়ে ফেলেছে,
সত্যের বৈভবে নিজেকে গড়েছে,
পাশ ফিরে কতটা দেখেছ তাকে!
শুধু ক্ষয়,শুধু লয়,
চারপাশে সব বিষন্নতার জমাট অব্যয়,
এক জীবন বিলীন ধ্বংসস্তূপে!
জীবনের নিরিখে তাকিয়ে,
কতটা বুঝেছ বেদন?
নারী হয়ে পায়চারী করো নারীর বুকে,
ওষ্ঠে,চিবুকে,
মাছির মতো ওড়ো ক্ষমতার দাপটে,
আজ এই দিনে,
তোমরা নারী হয়ে কতোটা চেনো নারীকে!
হাসনা জাহান মায়া- কবি ও সাহিত্যিক।