আগের মতো হয় না আর তারাদের সাথে গল্প করা,
হয় না দেখা চাঁদের আলোতে উষ্ণ পরাগ রাশি।
নিমেষেই যেন হারিয়ে ফেলেছি সব…
অভিমানী চোখে চেয়ে রয় তীর্থের কালো কাক।
শিশিরে ভেজা পা চিক চিক করে লক্ষ্মী দেবী প্রতিমার।
অভয়ারণ্যে কাদামাটি জলে কাটছে সাঁতার সোনাব্যাঙ…
কাজল কালো দুটো আঁখি যেন চোখ ফেরানো ভার।
নব জাগরণে সেজেছে আজ, মুক্ত মনে হংসের দল,
কি যে অদ্ভুত মায়াময়ী মুখবয়।
গোধূলি বেলায় ঝরা পাতায় লেখা রয়,
বুকের বামপাশে লুকায়িত চিরন্তনী ভালোবাসার গান।
অবিচ্ছেদ্য মনের গহীনে-
লুকায়িত কথা স্রোতে ভেসে যায়….
মলিন হয়ে ফুলগুলো সব ঝরে পড়ে..
হঠাৎ দেখা চাঁদের হাসি নীরবে অধর ছুঁয়ে যায়…
তবু জীবন যেন বিমুখতার আড়ালে পড়ে রয়।
ক্ষনিকের সুখে পিছিয়ে পড়ে অবাধ্য কতো প্রেমপিপাসু কলমিলতা…
স্মৃতির আকাশে সাঁতার কাটে দিশেহারা হয়ে।
লিলি ইসলাম – কবি।