দিন শেষে আজ একা একা ফিরে আসা
পথে ফেলে আসি অজস্র প্রত্যাশা,
অনেক কষ্টে দ্রুত চিতা জ্বালি বুকে
উত্তাপ দেব তোমাকে রাখব সুখে।
আমিযে ছিলাম নগ্ন রূপোলি সুখ
সুন্দর করে পেতে চেয়ে উৎসুক,
সুন্দরগুলি ফুল হয়ে ফুটেছিল
ফুলগুলি পরে পাথরের রূপ নিল।
হৃদয় গিয়েছে মরুভূমি অভিযানে
আমি জানি আর ঈশ্বর বুঝি জানে,
ঈশ্বর মানে তুমি- তুমি নির্ভয়
যেটুকু দেখেছি সত্যি যদিবা হয়।
কেমন করে তা বোঝাব
দিনের শেষে ,
ভালোবাসা হল
খণ্ডিত অবশেষে ।
এ পথে আমার
বাসনা হয়েছে ধুলো ,
পায়ে বিঁধে থাকে
কামনার কাঁটা গুলো ।
তবুও আমায়
যেতে হবে ছেড়ে কাজ,
সাজরে অতিথি
বুকের ভেতর সাজ।
অভিযাত্রীর দুচোখে অন্ধকার
বুকের ভেতর চিতা-জ্বলা হাহাকার,
তবুওতো ছুটে যেতে হবে এই পথ
সবকিছু ভূলে নিলাম সেই শপথ।
রূপবিলাস মণ্ডল – কবি।