নামাজ তোমার সঙ্গী হবে
উভয়কালের তরে ,
তবে কেনো পরে রবে
নামাজটাকে ছেড়ে ।
নিয়ম করে নামাজ পড়ো
খোদার বিধান আঁকড়ে,
জীবনটাকে মধুর করো
অন্যকিছু থাকরে ।
থাকতে সময় বুঝতে হবে
মূল্য তাতে কত,
হেলায় ফেলায় ছাড়লে তবে
জীবন হবে নত ।
জান্নাতুল ফাতিমাতুজ জাহারা- কবি ও মডারেটর চেতনায় সাহিত্য ।