নয়নের জল দিয়ে আঁধারের ঐ কালো গায়ে,
দিয়েছি যে লিখে মনের আড়ালে ছিল যত কথা ।
সে কথায় দিয়ে লয় সুর তুমি যদি গাও গান
ভুলে যাব আমি তোমার দেওয়া সব নীল ব্যথা।।
আঁধার রজনী জানি না আমার,কেন এতো ভালো লাগে,
হৃদয়টা মনে হয় দুলে দুলে উঠে বসন্ত রাগে।
সিতারা ইন্দু পালায় যে বহু দূরে
নদী জল গায় গান কলকল সুরে
নেচে যে বেড়ায় ভবঘুরে নিশাচর যথা তথা।।
কালো হরিণীর প্রেমের মদিরতায় হয়ে মশগুল,
হিম হাওয়ার তালে তালে নাচে অলকানন্দা ফুল।
মনের নূপুর শ্রাবণের সাথে বাজে
মাটির পৃথিবী কেমন নতুন সাজে !
নগ্ন আঁধার অবসানে মনে জাগে ব্যাকুলতা ।।
কাজী আনারকলি – কবি ও সাহিত্যিক।