ভাবিনি তুমি এভাবে চলে যাবে
এভাবে চলে গেলে? কেন গেলে?
যাবেই যখন তখন কেনই বা এলে?
আমার হৃদয়ের সাজানো ফুলের ডালিটা
ভেঙে মুচড়ে চুরমার করে দিলে?
কেন বলো কেন?
শুধু তোমাকে ভালোবেসেছি বলে?
শুনেছি ভালোবাসা নয় কোন অন্যায়
তাহলে অন্যায় না করেও কেন বন্দি চার দেয়ালে?
আহত হৃদয় বার বার হতে চায় নিহত
মরণ আমার সাথে তামাশা করে
জীবন আমাকে ধিক্কার দেয়
হতাশার চাদরে মোড়ানো জীবন
তুমি এসো, ফিরে এসো
অপেক্ষায় আছি তোমার
শত ব্যাথা বুকে চেপে মুখ ভরা হাসি নিয়ে।
নয়না আক্তার সুখি- কবি