জানো আজ গোটা জাহান
এতো আলোকিত কেন?
জানো আজ মুমিনের সব কটা
হৃদয় এতো পুলকিত কেন?
আজ দয়াল নবীর জন্মদিন,
বিশ্ববাসির খুশির দিন,
আজ প্রিয় নবীজীর জন্মদিন
মুসলিম উম্মাহর ঈদের দিন।
পাখিরা আজ মধুর সুরে গাইছে গান
মৌমাছিরা উড়ছে আজ ফুলে ফুলে,
মুমিনের সিনায়-সিনায় লাগছে টান
গাছেরা আজ দিচ্ছে বাতাস দোলে দোলে।
ঝিরঝিরে বাতাস বইছে আজ বাংলা
মায়ের সবুজ বুকে,
শীতল হাওয়া বইছে আজ ঐ
দগ্ধ মরুর তপ্ত বুকে।
আকাশে আজ কালো
মেঘের ঘনঘটা,
মেঘেরা উড়ছে স্বাধীন
দিচ্ছে নবীর নূরের ছটা।
নবী প্রেম রটিয়েছে আজ
তারায় তারায়,
নদীরা ভরেছে আজ খুশিতে
কানায় কানায়।
আজ শ্রেষ্ট নবীর জন্ম দিন,
গোটা সৃষ্টির খুশির দিন,
আস-সুদুকুল আমিনের জন্মদিন
সারা জাহানের ঈদের দিন।
ঈদের আমেজ ছড়িয়ে দাও
পৃথিবীর কোণায় কোণায়,
নবী প্রেমের কেতন উড়াও
দূর পাহাড়ের চূড়ায় চূড়ায়।
পৃথিবীটা সাজবে আজ নতুন সাজে
খুশির দোলা লাগবে সবার হৃদয় মাঝে,
আকাশটা সাজবে আজ বর্ণিল সাজে
মহাবিশ্ব সাজবে আজ আলপনায়- কারুকার্যে।
মনিরুল ইসলাম- কবি।