আবছায়ার সাথে যাচ্ছি কতটা সময় ধরে এই পথে,
আঁকড়ে ধরেছি তোমার সব স্মৃতি মাখা ছবি,
এই মনের কোণে,
অচেনা এই পথ অসীমের দিকে।
ঢালু থেকে উঁচুতে, আঁকাবাকা পথ বেয়ে
পাহাড়ের ওই চূড়ার মাঝে,
আমি আর আমার শূন্যতা নিয়ে
ক্রমশ এগিয়ে চলা নিশ্চুপ ভাবে।
বুনো পাখির ডেকে চলা,
পাহাড়ি সাপগুলোর ভয় ধরানো ফোঁস ফোঁস শব্দে
পথের এপাশ থেকে ওপাশে প্রস্থান।
তবুও যেতে হবে
ভয় ডরহীন আমাকে
আড়ালে আবডালে থাকা হিংস্র পশুর ভয় ঠ্যালে।
আজ আমি প্রতিজ্ঞাবদ্ধ!
স্মৃতির আয়নায় ভেসে থাকা ছবিগুলো
চূড়ার বুকে জমে থাকা
মেঘের সাথে ছড়িয়ে দিতে চাই
একটু একটু করে বাতাসের ঝাপটা দিয়ে।
কিন্তু হায়! চূড়ার বুক জুড়েও আজ শূন্যতা,
মেঘের দলগুলো নীরবে কোথায় যেন হারিয়ে গেছে!
আমি ঠায় দাঁড়িয়ে স্মৃতির আয়না নিয়ে,
দৃষ্টিসীমায় তাকিয়ে থেকে
এক পাহাড় ছাড়িয়ে অন্য পাহাড়ের কোলে।
আমি এবারও পারিনি
কিংবা প্রকৃতি আমাকে পারতে দেয়নি,
তাই উদাস হৃদয়ে নিশ্চুপ হয়ে
ঢালু পথ ধরে নেমে যাই
তোমার আবছায়া স্মৃতি নিয়ে
আমার সব ব্যস্ততার মাঝে।
ফারুখ হোসাইন – কবি ও সাহিত্যিক।