আমার লোকানো অনুভূতি
তোমায় দিয়েছে ডাক,
আবেগ ঘন স্বপ্ন তোমার
মনের মাঝেই থাক।
আমার নিরব কান্না
দিন শেষে হয়,
তোমার কবিতার ভাষা
আবেগ স্বরুপই রয়।
স্বপ্ন দেখি রাত জেগে
বুক করে চিন চিন,
এর মাঝে তুমি এলে
হেমন্তের এই দিন।
পাঞ্জলতা দিয়ে বুঝো আমায়
খুঁজো না তার গভিরতা,
বুক ভরা ব্যথা নিয়ে আমি
করতে চাই সফলতা।
শাপলা মিরা- কবিও মডারেটর চেতনায় সাহিত্য।