পঁচিশে বৈশাখের প্রথম সকালে,
এলে তুমি জোড়াসাঁকোতে মায়ের কোলে।
বাংলা ভাষার নব রূপে ঐ দিগন্তে র অতিথি হয়ে,
কত সুন্দর একটা পুষ্পের মধু নিয়ে ছোটাছুটির মধ্য দিয়ে ।
সেই মধুর পরম প্রাপ্তি এই শুধু খেলা নয সাহিত্যের কারিগর,
বাঙলা ভাষার জন্য কত অমরত্বের
মধুকর।
সাহিত্যের নোবেলের মুকুট তোমার মাথায় প্রথম এশিয়াতে,
তুমিই তো বাংলা মায়ের অমর সন্তান ছড়ালে সৌরভ ধরিত্রীতে।
কৃষ্ণ গোপাল ঘোষ –
শ্যাম নগর উত্তর 24 পরগনা