আমি আজ তোমাদের মুখোমুখি হতে যে পথ
পেরিয়ে এসেছি তা ছিল সুদীর্ঘ জার্নি।
সে পথ ছিল না মোটেই কোমল কুসুমাস্তীর্ণ
নিস্বঙ্গতাই ছিল আমার সঙ্গী।
সে পথের পরে ছড়িয়ে থাকা অবজ্ঞা আর অবহেলা ছিল ক্ষুধা আর তৃষ্ণার যন্ত্রণা।
যে পথ পেরিয়ে তোমাদের মুখোমুখি হয়েছি আজ।
সে পথে ছাউনী ছিল না, পদ তলে মাটি ছিল না।
মাথার উপর ঘুরতো এক টুকরো কালো আকাশ।
আকাশ আমায় ছায়া দেয়নি বৃষ্টিও দেয়নি
পেয়েছি বজ্রাঘাত।
যে পথ পেরিয়ে এসেছি আমি—-
তোমাদের মুখোমুখি হয়েছি আজ,
এ পথের ধারে ছিল না কোনো প্রসারিত হাত।।
বিকাশ চন্দ্র হাওলাদার – কবি।