হেমন্তর নিবিড় প্রেমে,
তোমার আমার
অনুভূতির পথ চলা গুলি
এঁকেবেঁকে
দুই হৃদয়ের পৃথক পৃষ্ঠপোষক |
হেমন্তর অভিমানী আকাশে,
অদৃশ্য শ্রাবণ রেখায়
আমার মূর্ছা দেহে
অনুক্ত কথাগুলি
আজ কেনো
পরিসমাপ্তির পথে অগ্রসর?
উত্তর খোঁজা দেহপসারিণী,
হেমন্তর নাতিশীতোষ্ণ
সাদা মেঘে ভেসে যায়
দূর হতে দূরে ||
রাজদীপ মজুমদার – কবি ও সাহিত্যিক।