তুমি হারালে আমি ভাসবো চোখের জলে
তুমি হারালে সব খুশি যাবে রসাতলে।
তুমি হাসলে হৃদয় জাগে উদ্দীপনায়
তুমি আমার সুখ রচনে আলোর কণা।
সকালের সূর্য যেমন আসে ভোরের আগাম বার্তায়
আলোজ্বলা সব খিলখিল করে হিমেল সতেজতায়।
প্রাণের মাঝে তুমি প্রাণ
আমি সাত সাগর তেরো নদী পার করে এসে বলতে,
হ্যা দূর্গম পথ পাড়ি দিয়ে এসে বলতে….
পারি তোমায়….
ভালোবাসি।
আরও অনেক ভালোবাসবো তোমায়
আমার যতো দিন আছে সবটা উজাড় করে দেবো।
বুকের মাঝে প্রাণ তাতে আর কারো না
তোমার নাম আমার অস্তিত্বে তোমার বাস
কোথায় নেই তুমি বলো?
আমি সারাটাদিন পার করে দেই তোমার জন্য
তোমার চিন্তায়!
সকাল থেকে রাত অব্দি পরিশ্রম করে আসি
কেবলই তুমি ভালো থাকবে বলে তোমার জন্য।
জানো প্রিয়া তুমি একটা দিন কাছে না থাকলে
আমার অস্থির লাগে বিষন্ন প্রাণে দিন যায়,
আবার তুমি এলে সতেজতা ফিরে স্বস্তি আসে।
মনের মাঝে এই যে তোমার অনুভব তুমি না থাকলে
কি হয় বলো?
তাই তুমি হারালে আমার সব কিছু থেমে যায়
থেমে যায় পুরো পৃথিবীটাও…
আমার পৃথিবী তুমি।
সাদরিন শিফা- কবি ও সাহিত্যিক।