Take a fresh look at your lifestyle.

আমার বাবা

762

 

আমার বাবা ছিলেন আমার ব্যক্তিত্ব
আমার সবচেয়ে আপন জন,
হৃদয় মাঝে সকল কাজে করেছি তাই ধারণ।
বাবা ছিলেন মাথার ওপর তপ্ত রোদের ছায়া,
এই পৃথিবীর সব মমতা আদর আর মায়া ।

বাবা আমায় দেখিয়েছিলে আঁধার পথের আলো
বাবা আমায় বুঝিয়েছিলে মন্দ আর ভালো ।
বিপদে যেনো ঝাপিয়ে পড়ি শিখিয়েছিলেন আমার প্রিয় বাবা
আসুক আঘাত আসুক দুঃখ কিংবা
হায়নার কালো থাবা ।

আজ তুমি নেই বাবা আছো মনে প্রাণে
তোমার কথা মনে হলেই অশ্রু চোখের কোনে ।
খুব সকালে ঘুম ভাঙ্গাতে আদর করে মাথায়
সেগুলো তো স্মৃতি শুধু এখন মনের পাতায় ।
আজও আমার মনে পড়ে তোমার যতো স্মৃতি
রেখে গেছো যতো সুনাম হবেনা তার ইতি।

তোমার শাসন তোমার বারণ তোমার ভালবাসা
পাইনা খুঁজে কোথাও আমি শুধু পাই হতাশা ।
শুনি না তো বাবা তোমার সেই দরাজ গলা
দেখি না তো বাবা তোমার সেই
অবিরাম ছুটে চলা।
এখন আমি খুঁজি তোমায় ঐ নীলিমার বুকে
যেথায় তুমি আছো বাবা অন্তহীন সূখে।

আজ যে শুধুই পাইনা তোমায়
সবই আছে তেমন
অশ্রু জলে কেবলই ভাসে আমার দু-নয়ন।
হইনি বলা যে কথাটি তোমায় আজ
শুনে নাও বাবা,
ভালবাসি তোমায় আমি,আমার প্রিয় বাবা
জান্নতের ঐ প্রথম আসনে
পাই যেনো বাবা তোমার সাক্ষাৎ।
প্রার্থনার হাত দুটো বাবা সদাই তোমার রক্ষিত।

 

পারভীন আকতার – কবি, শিল্পী ও সংগঠক।

Leave A Reply

Your email address will not be published.