আমার বাবা ছিলেন আমার ব্যক্তিত্ব
আমার সবচেয়ে আপন জন,
হৃদয় মাঝে সকল কাজে করেছি তাই ধারণ।
বাবা ছিলেন মাথার ওপর তপ্ত রোদের ছায়া,
এই পৃথিবীর সব মমতা আদর আর মায়া ।
বাবা আমায় দেখিয়েছিলে আঁধার পথের আলো
বাবা আমায় বুঝিয়েছিলে মন্দ আর ভালো ।
বিপদে যেনো ঝাপিয়ে পড়ি শিখিয়েছিলেন আমার প্রিয় বাবা
আসুক আঘাত আসুক দুঃখ কিংবা
হায়নার কালো থাবা ।
আজ তুমি নেই বাবা আছো মনে প্রাণে
তোমার কথা মনে হলেই অশ্রু চোখের কোনে ।
খুব সকালে ঘুম ভাঙ্গাতে আদর করে মাথায়
সেগুলো তো স্মৃতি শুধু এখন মনের পাতায় ।
আজও আমার মনে পড়ে তোমার যতো স্মৃতি
রেখে গেছো যতো সুনাম হবেনা তার ইতি।
তোমার শাসন তোমার বারণ তোমার ভালবাসা
পাইনা খুঁজে কোথাও আমি শুধু পাই হতাশা ।
শুনি না তো বাবা তোমার সেই দরাজ গলা
দেখি না তো বাবা তোমার সেই
অবিরাম ছুটে চলা।
এখন আমি খুঁজি তোমায় ঐ নীলিমার বুকে
যেথায় তুমি আছো বাবা অন্তহীন সূখে।
আজ যে শুধুই পাইনা তোমায়
সবই আছে তেমন
অশ্রু জলে কেবলই ভাসে আমার দু-নয়ন।
হইনি বলা যে কথাটি তোমায় আজ
শুনে নাও বাবা,
ভালবাসি তোমায় আমি,আমার প্রিয় বাবা
জান্নতের ঐ প্রথম আসনে
পাই যেনো বাবা তোমার সাক্ষাৎ।
প্রার্থনার হাত দুটো বাবা সদাই তোমার রক্ষিত।
পারভীন আকতার – কবি, শিল্পী ও সংগঠক।