একলা আমি মিশে যাই সবুজের সাথে
গোধূলির রং মিলিয়ে যায় নীল আকাশে;
ক্লান্ত পাখিরা কুলায় ফিরে আসে।
আমি বার্তা পেয়েছি মনের জানালায়।
লিখে রাখো কিছু কথা তোমার কবিতায়।
আমি কবি নই তবু ও লিখতে চাই;
নাই থাক ছন্দের মিল নয়তো অন্তমিল
লিখি তাই আমার কথা মনের ভাষাতেই
আমি কোনো কবি নই।
বলেছেন- শ্রদ্ধেয় কবি জীবনানন্দ দাশ
“সবাই কবি নয় কেউ কেউ কবি”আমি নতশিরে তার চরণে প্রণতি জানাই।
আসলে আমি কোনো কবি নই।
তোমাদের ভালো লাগলে তাতেই খুশি হই!
মনের আনন্দে লিখে যেতে চাই;
লেখার মাঝে ই সুখ দুঃখের তরী বেয়ে যাই।
যদিও আমি কবি নই
লেখার মাঝে ডুবে
মনের সুখ খুঁজে পাই;
“আমি কবি নই”!
আমি সুফিয়া কামাল ; কামিনী রায় ন ই ; তবুও মনে হয় আমি তোমাদের কেউ না কেউ হ ই।
সোনালী বসু –
কবি ও সাহিত্যিক