লেখাপড়া শিখে আমি
অনেক বড় হবো
আঁধার কালো মুছিয়ে দিয়ে
জোছনা হয়ে রবো।
সকাল বেলার পাখি হয়ে
ডাকবো খোদাতা’লায়
সঠিক পথে চলবো মোরা
তারই ইশারায়।
হবো মোরা মহাজ্ঞানী
সূর্য হয়ে উঠবো
রাঙিয়ে দিয়ে বসুন্ধরা
পরাগ হয়ে ফুটবো।
আমরা যখন বড় হবো
নামবে খুশির ঢল
মুছিয়ে দেব গরীব দুঃখীর
চোখের নোনা জল।
বুকের ছাতি শক্ত হবে
করবো না আর ভয়
বিশাল বড় আকাশটাকে
করবো মোরা জয়।
চলবো মোরা ন্যায়ের পথে
আসুক যতই বাঁধা
পাপের কালো মুছিয়ে দিয়ে
হোক না সবাই সাদা।
দিল আফরোজ রিমা- কবি ও সাহিত্যিক।