আমি যেন একটা কেমন!
মনের ভেতর পুষে রাখা কষ্টগুলো সব দুমরে মুচড়ে ভাগ করে আবার বেঁধে রাখি
কখনো কখনো খুব রাগ করি অভিমানও করি
কখনো বা অভিমান’টাকেই খুব বড় করে দেখি
কী যেন কী সব বিড়বিড় করে একা একাই বলি
আমি ভীষণ কষ্ট পুষি!
বলতে চাই কাছেরজন’কে চোখের জলের নদী হোলো কেমন করে
আমি খুব স্বপ্ন ভাঙি
গভীর ঘুমে একই স্বপ্ন দু’বার দেখি
শেষরাতে একটি মুখ চোখের কাছে এলে পরে বুকের ব্যথায় কাঁদি
আমি যেন কেমন!
নিজের কথা নিজেকেই শুধু বলি।
মিতা- কবি ও সাহিত্যিক।