মগ ছিল, বর্গী ছিল, দৃশ্যতে কেউ নেই এখন,
বর্গীজ্বালায় তবুও হায় বিশ্ব জ্বলে সারাক্ষণ !
ঘোমটা পরে নতুন রূপে মগ-বর্গী আনকোরা,
নকল রতন যতন করে আমজনতা আধমরা !
সুশীল বসে কপাল ঘষে,তেলেই চলে মহোৎসব,
চোর লুটেরার অত্যাচারে বিশ্বজুড়ে নীলোৎসব !
সবহারা দল হচ্ছে ভারী,মেঘে ঢাকে আকাশটা,
নৈতিকতার খই ফুটছে, ঘটে না তার প্রকাশটা !
হিংসা লোভের রাঙা নেশায় মত্ত বিশাল দুনিয়া,
বুঁদ কত সব বুদ্ধিজীবী, খুন ঝরায় সব খুনিয়া !
দিনে দিনে বাড়ছে দেনা বিবেকহীনের সত্য।
আসহাবে কাহাফের ঘুমে বিভোর সব মহত্ত্ব !
লক্ষ কোটি মহৎ হৃদয় সারা বিশ্বে বাস করে,
কষ্ট চেপে বুকের মাঝে স্বপ্ন আশা চাষ করে ।
সবহারাদের সঙ্গে নিয়ে সত্যসেনা জাগো ভাই,
পথহারানো অন্ধকারে নতুন করে আলো চাই ।
বর্গীরূপি বহুরূপী চোটপাটে চায় ফুৎকারে
সত্যশিখা নিভিয়ে দিবে হুঙ্কারে ও চিৎকারে !
তাদের ঘেরা ঘোরচাকাতে আরও কত ঘুরবে,
স্বপ্নগুলো আর কতদিন আলসেমিতে পুড়বে !
সবহারাদের সঙ্গে নিয়ে সত্যসেনা জাগো ভাই,
বঞ্চিতরা বলছে শোনো, “একটুখানি আলো চাই”।
আবুল কালাম আজাদ- কবিও সাহিত্যিক।