জীবন নগর স্টেশনে
কতো গাড়ির ভীড়,
কেউবা উঠছে কেউবা নামছে
কারো মন অস্থির।
যখন গাড়ী থামে স্টেশনে
কতো যাত্রী নামে,
যার ঘরেতে আসলো মেহমান
নিয়ে যায় ধুমধামে।
যার মেহমান নিচ্ছে বিদায়
তার মনে কি ব্যথা,
অনেক দিনের মেলামেশা
কতো স্মৃতি কথা ।
জীবনটাতো ভাসছে হাওয়ায়
উড়ন্ত এক ঘুড়ি,
ছিঁড়লে সুতা কোত্থেকে কই
যাবে ঘুড়ি উড়ি।
যে উড়ালো ঘুড়িখানি
কি ব্যথা তার মনে,
যে কুড়িয়ে আনলো ঘুড়ি
উড়ায় খুশির সনে।
জীবন নদীর দুটি ধারা
আসা আর যাওয়া,
মধ্যখানে মায়ার বাঁধন
লুটুপুটি খাওয়া ।
আসার সময় কতোয় হাসে
খুশির সীমা নাই,
যাবার সময় বুকটা ফাঁটে
শোকের মাতন তাই ।
সঞ্জয় কুমার পাল – কবি।