একটা সে ছাড়া চলুক না
অন্য করো হার্দিক বন্দনা,
যেথায় প্রেম থাকবে, ভালোবাসা থাকবে
শুধু থাকবে না স্মৃতির যন্ত্রণা ,
একটা তুমি ছাড়া হৃদয়ে থাকুক না
আরও অন্য অনেক কল্পনা,
যেথায় মান থাকবে, সন্মান থাকবে
শুধু থাকবে না কোনো ভালোবাসার বঞ্চনা,
একটা ‘ও’ ছাড়া শরীরে থাকুক না
আরও অনেক উত্তেজনা,
যেথায় বিশুদ্ধ শ্বাস থাকবে, দাবিহীন মায়া থাকবে
শুধু থাকবে না তার জন্য কোনো উন্মাদনা,
আজকের দোদুল্যমান সখ্যতা ছাড়া
আসুক না জীবনে এক নতুন বড় পরিকল্পনা,
যেথায় ভালোলাগা থাকবে, প্রিয়ার সাহচর্য থাকবে
থাকবে না শুধু কাউকে হারিয়ে ফেলবার
অযথা ভয়ের যাতনা,
একটা মিথ্যে স্বপ্ন না দেখে কেটে যাকনা
সামনের প্রয়োজনীয় বসন্তগুলো
করে দিয়ে জীবনকে আরও রঙিন,
যেথায় আশা থাকবে, ভরসা থাকবে,
পবিত্রতা থাকবে, হৃদয় ভরা বিশ্বাস থাকবে
আর দুর হবে মানুষের মনের নোংরা ডাস্টবিন ll
গৌতম সোম – কবি ও সাহিত্যিক।