একটি ইচ্ছার মৃত্যু
ভরে গেল অনাকাঙ্খিত চাওয়ায়
কতোদিন কতো রাত
শুধু আঁধারের বার্তা পৌঁছে দিলো।
ইউক্যালিপটাসের মায়াবী বিলাপ
জানতে না বোধহয়।
বুকফাঁটা আর্তনাদে সে এখন নীরব।
পূণিমা আর অমাবশ্যা একত্রে
ভালো থাকার শ্লোক শুনাতে ব্যস্ত।
প্রিয়মুখ আজ কেমন কটুক্তিতে ভরা
চোখের কাজলে নোনাজলের প্রলাপ।
ভালোবাসার বর্ণমালা দিকভ্রান্ত
খুঁজছে একটু নিদ্রার সৌরভ।
যদি চলে যাই যদি আর ফিরে না আসি
এক মৃত্যুর শোক ভেবে নিও।
স্মৃতির পাঁজরে অনুভবে ক্লান্তির শোক
এ জীবনের ওপারে আসবো আবার।
কিছু কি আর থেমে রবে?
স্বপ্নের ফানুসে শুকুনের ওড়াউড়ি।
একটা নক্ষত্রের লাশ
একটা ইচ্ছার মৃত্যু আলোকবর্ষ দুরের।
পারভীন আকতার পারু- সহ সম্পাদক চেতনা বিডি ডটকম।