মৃত্যুর পরেও এত এত ইচ্ছে থেকে যায়
আসলে মৃত্যু মৃত্যু বলি,
মরণ কী হয় কখনো,
তখনো ইচ্ছেরা সজীব থেকে যায়।
যতই মরণ মরণ বলি, ঘুরে ফিরি ,ফিরেও আসি
মরণের কতক রাজ্য থেকে–
সবাই বলাবলি করে–
আমি ফের উঠে বসি মরণের পিঁড়ি থেকে রোজ সকালে – বিকেলে;
পীড়িত আমি খাটিয়া থেকেও উঠে বসি,
লোবাণ বাতির সুগন্ধ নিঃশ্বাসের সাথে টানি
সবচেয়ে বেশী টানি নিজেকে অতিক্রম করেও ফুসফুসের দাবড়ানী খেয়ে আমার “তোমাকে”!
তার পর বেঁচে থাকি নিজে ও অন্যদের জন্যে।
ইচ্ছের কখনো মৃত্যু নেই–
শতেক ছিন্ন মৃত্যু হলেও ইচ্ছেরা বাতাসে ঘুরে —
বড় বিপদজ্জনক হলে অন্যের ইচ্ছেতে পূর্ণতা পায়
রোজ সকালে—
মৃত্যুর ঢাকনা খুলে দেখো রাত পোহালে,
সেখানে ইচ্ছেদেরই পাবে ,নবজন্মের কোলে রোজ সকালে।
হাসনা জাহান মায়া – কবি ও সাহিত্যিক।