ভাইবোনেরা ছবি আঁকতো
বসে ঘরের কোণে,
দেখে তারও ছবি আঁকার
ইচ্ছে হতো মনে!
ইচ্ছে হলেও করার কিছুই
ছিলো না যে তবু,
কারণ ছবি আঁকার হাতই
দেয়নি তারে প্রভু!
ইচ্ছে প্রকাশ করলে মেয়ে
সবাই খালি হাসে,
জীবনযুদ্ধে পেলো কেবল
বাবা-মাকেই পাশে!
মনের ভিতর জমে থাকা
সকল ব্যথা ভুলি,
আঁকার নেশায় পায়ে তুলে
নিলো শেষে তুলি!
কত কথাই বললো লোকে
তাকে দিনে রাতে,
নেশায় ডুবে কান দিলোনা
এক্কেবারেই তাতে!
এখন কিন্তু তার হয়ে তার
তুলি বলে কথা,
ইচ্ছের কাছে হার মেনেছে
প্রতিবন্ধকতা!
বিষ্ণুপদ বিশ্বাস – কবি