ইদানিং এই আমি হাসি না
না না দুঃশ্চিন্তায় মোটে ভাসি না!
জীবনের হবে কি’বা
শক্ত হলো কি গ্রীবা?
বিড়ি টেনে বুকে ব্যথা?
কাঁশি না।
ইদানিং এই আমি হাসি না!
কে’বা ভোট চুরি করে
ক্ষমতা রেখেছে ধরে!
কে’বা করোনার জ্বরে
ঘরে বসে কেঁদে মরে!
কার বউ ভেগে গেলো
কার স্বামী রেগে গেলো,
কবে কার ফাঁসি হলো
কে বেশ্যা-দাসি হলো
কে-বা ভাঙে,কে-বা গড়ে
আমি ভাই, মোটেও বিনাশী না।
তাই, দুঃশ্চিন্তায় মোটে ভাসি না!
মাস্টার বলেছিল, মুখ ঢেকে হাসতে
দুই হাত মুখে নিয়ে-খুক করে কাঁশতে।
দাদুভাই বলে গেছে,ত্বাকদ্বির মানতে
বাপজানও শুধু বলে,মেডিসিন আনতে!
বউ বলে,ইনকাম করে ঘরে ফিরবে
আবদার না মেটালে খোকা বুক চিরবে।
এই-সেই ভাবনায়
যাবো নাকি পাবনায়?
দূরে আছি,খুব দূরে
তাই,ফিরে আসি না…
ইদানিং আর আমি হাসি না!
নাসিম আহমেদ- কবি।