কবিতাটি নাহি পড়ে
টানছো উল্টো রথ,
শিরোনামটি পথ শিশু
বলছো ছায়াপথ।
গল্পটি ভাই নাহি পড়ে
বলছো ভীষণ ভালো,
নিত্য লেখেন এই গ্রুপে
দেখায় আশার আলো।
কবিতাটি পেলে মাত্রই
করছো কমেন্ট রাশি,
কবিগুরুর ভাবটি ধরে
দিলে তারে ফাঁসি।
গঠনমূলক আলোচনা
সমালোচনা বাদ,
অসাধারণ বুলি ছুঁড়ে
কেটে পড়ার ফাঁদ।
ব্যাকরণটি ঝেড়ে ফেলে
সম্মাননা দাও,
খুশি করো চেনামুখটি
এসব তোমার ফাও।
নূরুল করিম – কবি।