Take a fresh look at your lifestyle.

এই ফাঁকে

965

 

আজ আমি লিখবো না
আজ তোমরা লিখ যাদের কাছে একটি দিন ‘নারী দিবস!’
আজ আমি বলবো না
আজ তোমরা বলো..
বলে যাও, ‘আমি কি নারী? নাকি অন্য কিছু?’
কি মনে হয়?
দেশ মহাদেশ ধরে খুঁজে এনে দাও,
একটু আস্থা, বিশ্বাস, ভালোবাসা।

আজ আমি শুনবো,
আজকে কোন মিথ্যা বলো না,
শুধু একটা বার সত্যি কথা বল!
আমাকে ছাড়া তোমার চলবে?

আজ আমি সাজবো না,
একদম চোখের কাজলের নিচে যে পানি থাকে ওটা লুকাবো না,
ভালোবাসার ফাঁদে বন্দি আমার ভিতর আর বাহিরের বিস্তর পার্থক্য তুলে ধরতে চাই নির্বিবাদে,
আজ পৃথিবীতে এত সভা, মিছিল, স্লোগান ওসব ঘুড়ি হয়ে উড়লেও কি লাভ আমার!

আজ একটিবারও বলবো না
কি চেয়েছিলাম,
তুমি বলো, আমি কে? কি হই তোমার?
আজ শুধু তোমাদের বলার দিন..
বলতে থাকো.…
এই ফাঁকে আমি আমার পায়ের শেকলটাকে যত্ন করে যতটা পারি সাগর ভাসাবো!

 

শামীমা রহমান শান্তা- কবি 

Leave A Reply

Your email address will not be published.