_
তুমি তো নীল শাড়ি,কানে ছোট দুলে
এলে না তো ওই ভালোবাসার সবুজ ঘাসে
বসে দুটি মন কথা বলতে |
তুমি আসোনি তোমার ললাটে হুলুদের এক ফোঁটা ছোঁয়ার স্পর্শ নিয়ে, বরং তোমার মুখকান্তি হাসি শুকিয়ে এক অজানা গুরুগম্ভীর মৃত্যুর খাদ|
জানি অজস্ৰ ইতিহাসের কথা বলতে চাওয়া চাওনি, আজ কিন্তু হঠাৎ না বলে দূরে থাকা এক সুপ্তা অভিলাষা|
কত হাজার কথা না শোনা শব্দ আবার হারিয়ে গেলো এক অজানা মনো গহবরে|
এ কি তোমার অভিমান?
ফোনের রিংটোনে উত্তর না আসা শব্দ,তরঙ্গের স্পন্দনে আজ হঠাৎ না ভোলার অভিনয়ে মেতেছে মৃত্যুর ফাঁদ | ওই চোখের লহরীর ভাষা প্রথম দিন থেকে আমার ঠোঁটের লিপি, তবু আজ তুমি এক অচেনা পথিক |
আকাশের মেঘ মন্ডলের লড়াই, আর আমার তোমার হৃদয়ের লড়াই বীনা শব্দ জাদুতে এগিয়ে চলা দুই ভিন্ন অনুভূতি, এই অনুভূতি আজ তোমার নিকট এক অচেনা|
আজ ওই চুড়ির শব্দ, কোমল পায়ে নূপুরের শব্দ সবি আমায় না বলা শঙ্কিত অনুভূতির চেতনা |
এ কি তোমার অভিমান?
আমার ভালোবাসার অনূঢ়া
মনোহারিণী পলক
বেদনার নিমেষে বিদায়|
ভালোবাসি মুছতে মুছতে
আজ শুধু থেকে যায় ভাল|
বেঁধেছিলাম ভালোবাসার স্বপ্ন নীড়,
যা আজ দ্রোহীর নিঃশ্বাসে
তামোসে বয়ে যায় ভগ্ন হৃদে!
এত ঠুনকো ভালোবাসা!
আজ নিশাজল বিন্দু
চক্ষুর পানিতে এঁকে যায়
অবহেলিত মন কথা |
রাজদীপমজুমদার _কবি,লেখক, ও সাহিত্যিক