Take a fresh look at your lifestyle.

একটা প্রশান্তির ছোঁয়া

23

জীবনের ঋতু চক্রে কাল বৈশাখী ঝড়…
কেবল মাত্র বৈশাখেই আসে না ,
তবুও বসন্তের ডাকে মেতে উঠে মন..।
ঝিমিয়ে পড়া প্রাণেও সঞ্চারিত, সঞ্জীবনী শক্তি।

একটু মানবতা,একটু সততা ,একটু ভালবাসা,
একটু সম্মান,একটা নিষ্পাপ হাসি…..
যেন স্বর্ণলতার মতো বেঁধে রাখে জীবনকে।
মৃতপ্রায় অস্তিত্বেও দিয়ে যায় প্রশান্তির দোলা..।
তাই হয়তো জীবন ঠাঁই দাঁড়িয়ে…।

সময়ের আবর্তে কিছু অস্তিত্বের পুনরাবৃত্তি ঘটে…
গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে ঝলসানো অসহ্য অনুভূতিতে…।
আবার,কিছু স্মৃতি বা অস্তিত্ব আগুন ঝরা রোদেও,
হৃদয়ের পটভূমিতে ফিরে আসে শান্তির সমীরণে…।

আজও চোখ বন্ধ করে দেখি নিষ্পাপ সেই হাসি..
প্রচন্ড মানসিক চাপে,একদা কর্মক্ষেত্রে ক্ষুধা তৃষ্ণা
ভুলে, নিজেকে আড়াল করার চেষ্টা…
ঠিক তখন নিম্নপদস্থ এক সহকর্মী থালা ভর্তি খাবার এনে,
এক গাল হাসিতে বলেছিল,”ম্যাডাম খাবারটা খেয়ে নিন।”
মূহুর্তেই এক আকাশ প্রশান্তিতে উঠে দাঁড়িয়েছিলাম।
জয় হোক মানবিকতার,বেঁচে থাকুক হৃদয়ের প্রশান্তি।

বনানী সিনহা- কবি ও সাহিত্যিক।। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।। 

 

Leave A Reply

Your email address will not be published.