নিঃসঙ্গ ঘাসফড়িং এর মতো
একদিন মুছে যাবো হারিয়ে যাবো।
তোমার শত অনুযোগের পিচ্ছিল প্রাচীরে
আর লেগে থাকবোনা।
নিঃসীম দেয়ালের ওপাশে যেখানে
শুধু নিশুতি রাত গভীর হলে আমি আসবো।
হয়তো তোমার স্বপ্ন চোখে আমাকে দেখবে,
হয়তো ভাববে,হয়তো ভুলে যাবে
আবার নিমজ্জিত হবো তোমার বিভোর স্বপ্নে।
মুছে যাবো লাল নীল আবির ছুয়ে,
নিঃসঙ্গ এক ঘাসফড়িং হয়ে।
তুমি তখন সূদুর পথের যাত্রী
আর আমি-
হঠাৎ ফাঁকি দিয়ে উড়ে যাওয়া ঘাসফড়িং।
হয়তো ভুলে যাবে কোনো এক সময়,
ঘাসের মাঝে সেই উড়ন্ত ফড়িংয়ের
স্বপ্ন বোনা গল্প গুলো।
তোমার ভুলে যাওয়ার সে গল্পে,
আমি ডানা ছেঁড়া ঘাসফড়িং হবো।
অদৃশ্য হয়ে থাকবো তোমার মন অলিন্দে
প্রকাশ্য হবো শুধু,
তোমার অজান্তেই নিঃশব্দে কোন প্রহরে
একাকী যখন তুমি আমাকেই ভাববে।
পারভীন আকতার- কবি, সাহিত্যিক ও সংগঠক।