Take a fresh look at your lifestyle.

এক কাপ চায়ের আমন্ত্রণে

397

এক কাপ চায়ের নিমন্ত্রনে।
তোমরা দুজন এলে।
বসলে কিছুক্ষণ মোর সাথে,,,
করলে অল্প কিছু আলাপ….
শুনলে দু একটা গান।

“আনন্দ পেয়েছি এই ভেবে,,,
তোমাদের মনে নাড়া দিয়েছে….
আমার আহবান।।

“তাই এসেছিলে
এক কাপ চায়ের নিমন্ত্রণে….
শুনতে শুনতেই শুনলে না,,,
বেসুরো বেহালা।।
করলে মৃদু হাসাহাসি।

“ভাঙলো কিছু জট….
খুলে গেল দ্বার,,,,
কিছু স্বপ্নের দ্বার।।
স্বপ্নালু মন গুলো দেখলো,,,
কিছু স্বপ্নপুরণের দৃশ্যপট।।

“বাস্তবেরও অনেক নিকটে এলো,,
কল্পনাতুর ছ খানি চোখ।।
মুখের ভাষাতেই বোঝা গেল…..
তিনজনেরই ঘুচলো কিছু
নাবলা, অব্যাক্ত শোক।।

“এক কাপ চায়ের আমন্ত্রণ ছিল।।
হয়তো একটু চিনি বেশি ছিল,,,
হয়তো একটু লিকার।।
কিন্তু তাতে এক অঅদ্ভুত,,,,
কিছু মেশানো ছিল……
বুঝলে শুধু তোমার দুজন।।।
সেখানে মিশেছিল ভালোবাসা,,,
এক কবির ভালোবাসা।।।
চামচ দিয়ে চিনিগুলো নেড়েছিলাম,,,,
পরম মমতায়।।
টি ব্যাগ গুলো ডুবিয়েছিলাম
পরম যত্নে।

জানি কবিতা মিথ্যা,কবি মিথ্যুক
কিন্তু কবির ভালোবাসা সত্য,,,,,
অনিন্দ সুন্দর।।।
এতে কোন খাদ নেই,,,
শুধু জানলে তোমরা দুজন….
আর আমি।।।

 

 

বীথি বিশ্বাস – কবি, সাথিয়া পাবনা। 

Leave A Reply

Your email address will not be published.