খাচ্ছে যারা ষোলো কোটির রক্ত চুষে চুষে
সেই হারামির বিরুদ্ধে আজ উঠতে হবে ফুঁসে।
এক কোটি লোক প্রতিদিনই হচ্ছে মোটাতাজা
বাঁকি সাবাই ভোগ করছে জাহান্নামের সাজা।
ইচ্ছে মতো দেশের টাকা করছে যারা চুরি
ক্ষমতাধর সেসব লোকের ফাড়তে হবে ভুঁড়ি।
দেশ-বিদেশে ওদের আছে পাহাড় সমান টাকা
বাঁকি ষোলো কোটি লোকের পেটের ভিতর ফাঁকা।
বিরাট বিরাট নেতা সেজে এসব হারামখোর
স্বদেশ প্রেমের বুলি উড়ায়- আসলে সব চোর।
কোটি চোরের দুই কোটি হাত পড়বে এবার কাটা
এক কোপে সব বলি দেবো বদলে ফেলে পাঁঠা।
ষোলো কোটি মানুষ যদি এক সাথে যায় জেগে
এক কোটি চোর দেশ থেকে যায় লেজ গুটিয়ে ভেগে।
চোরগুলোকে সবাই যখন গভীরভাবে জানি
ওদের গলায় দড়ি বেঁধে আসো সবাই টানি।
রফিকুল্লাহ্ -কালবী
কবি ও সাহিত্যিক।।